খালেদা জিয়ার মুচলেকার তথ্য সঠিক নয়: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৯ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুচলেকা দিয়ে আর রাজনীতি করবেন না- এমন তথ্য সঠিক নয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে গত ২৬ জানুয়ারি সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেওয়া হয়েছে। তার ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে।
আনিসুল হক বলেন, ‘গত ২৬ জানুয়ারি সংসদে একজন সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন সেটা একদম ভুল না। তবে আমার যতদূর মনে পড়ে, এমন কথা ছিল না।’