আলিয়া-রণবীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন কঙ্গনা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:১৯ এএম, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


আলিয়া-রণবীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন কঙ্গনা
আলিয়া-রণবীর-কঙ্গনা

বিতর্কিত মন্তব্যের জন্য ঠোঁট কাটা হিসেবে খ্যাতি আছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তার সাথে মতের অমিল কিংবা কাউকে অপছন্দ হলেই হলো তাকে শূলে চড়িয়ে দিতে প্রস্তুত থাকেন সব সময়। ভাট পরিবারের সঙ্গে তার সম্পর্কটা আগে থেকেই খুব একটা ভালো না । তাই তো বরাবরই নিশানায় থাকেন আলিয়া ভাট ও রণবীর।


কঙ্গনার অভিযোগ করেছেন রণবীর-আলিয়া একজোট হয়ে তার ওপর নজরদারি রাখছেন! নিজের দীর্ঘ পোস্টে কঙ্গনা লেখেন, ‘আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রীরা খবর পেয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে কিংবা বাইরে, সর্বত্র কেউ আমার ওপর নজরদারি চালাচ্ছে।’


এই প্রসঙ্গেই তিনার পোস্ট বলছে, ‘শুনেছি ইদানীং আলোকচিত্রীদের নাকি এর জন্য টাকাও দেওয়া হয়। কিন্তু আমি অথবা আমার টিমে কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। এখন তো সন্দেহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ 


নাম না করেই রণবীর কাপুরের ওপর বড়সড় অভিযোগ তোলেন কঙ্গনা। তার দাবি, বলিউডের নেপো কিড তার বাড়ির বাইরে এসে হাজির হন। শুধু তাই নয় জোর খাটানোর চেষ্টাও করেন।


তোপ দাগালেন রণবীর ঘরনির প্রসঙ্গ টেনেও। কঙ্গনা লিখেছেন, ‘আরেকজন তার স্ত্রী। ও তো নকল করতে ওস্তাদ। আমি আমার ভাইয়ের বিয়েতে যে শাড়ি পরেছিলাম, নিজের বিয়েতে তিনি ওই একই শাড়ি পরেছেন।’ স্পষ্ট বোঝা যাচ্ছে কঙ্গনা এখানে আলিয়াকেই ইঙ্গিত করছেন।


শুধু ভাট পরিবার নিয়েই নয়। কিছুদিন আগে খানদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। ভারতের জনগণ খানদের একটু বেশিই ভালোবাসেন। এমনকি মুসলিম অভিনেত্রীদের ভারতীয়রা খুব পছন্দ করেন বলেও দাবি তার।


আরএক্স/