সেন্সর ছাড়পত্র পেল ‘শ্যামা কাব্য’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:১৩ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩
‘শ্যামা কাব্য’সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় কাহিনীকার, নাটক ও চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ। সিনেমাটির মাধ্য দিয়ে নাট্যাভিনেত্রী নওরীন হাসান খান জেনি বড় পর্দায় অভিষেক হলো।
জানা গেছে, ‘শ্যামা কাব্য’ সিনেমা পরিচালনার পাশাপাশি এটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন বদরুল আনাম সৌদ। অভিনেতা ইন্তেখাব দিনারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জেনি। তাকে নিতু চরিত্রে দেখা যাবে।
অপরদিকে, ওসমান চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার। এরই মধ্যে এর দৃশ্যধারণ সম্পন্ন করা হয়। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে সেন্সর সূত্রে জানা যায়।
এর আগে সরকারি অনুদানের সিনেমা ‘গহীন বালুচর’ বানিয়েছেন সৌদ। এটি গত ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পায়। । বেশ কয়েকটি ক্যাটাগরিতে সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিল।
অপরদিকে, সিনেমায় দিনারের যাত্রা তৌকীর আহমেদের 'জয়যাত্রা' সিনেমার মধ্য দিয়ে। এরপর তিনি ছানা ও মুক্তিযুদ্ধ, বৃহন্নলা, ইতি তোমারই ঢাকা, সাপলুডু, খণ্ডগল্প ১৯৭১ সিনেমায় অভিনয় করেছেন।
জেবি/এসবি