বাবার সঙ্গে অভিমান করে প্রাণ দিল মাদ্রাসা শিক্ষার্থী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর কামরাঙ্গীরচরে বাবার সঙ্গে অভিমান করে মো. শরীফ (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীরচর থানার এসআই রাধাবর্মন জানান, আমরা রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেচানো অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, শরিফ নুরিয়া মাদ্রাসার ছাত্র। সে ঠিকমত পড়ালেখা না করায় তার বাবা তাকে বকা দেয়। সেই অভিমানে সে নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার পরিবার জানায়।