নতুন সিনেমায় বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩
ঢালিউয়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এবার ‘তুমি যেখানে আমি সেখানে’ নামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। এটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নায়িকার সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
সিনেমা প্রসঙ্গে দেবাশীষ জানান, 'আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এ চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানায়। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। সে কাজটি করছে। ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলীকে স্বাগতম। তাকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।'
শবনমবুবলী জানান, 'দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।'
নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মাণ করা হবে জানা গেছে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন শ্রী প্রিতম। আবহ সংগীতে থাকবেন ইমন সাহা। তবে ছবির নায়ক এখনো চূড়ান্ত হয়নি।