তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩
তুরস্ক ও সিরিয়ায় সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে য় এখন পর্যন্ত ৪ হাজার ৩৬৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটিতে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস ও ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে হটলাইন চালু করা হয়েছে। এ হটলাইনে জরুরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
তুরস্কে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস সেখানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের এ দুইটি- +৯০ ৫৪৬ ৯৯৫ ০৬৪৭ ও +৯০ ৫৩৮ ৯১০ ৯৬৩৫ হটলাইনে যোগাযোগ করতে বলেছে।
এছাড়াও ইস্তাম্বুলের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নম্বর +৯০৮০০২৬১০০২৬।
সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ‘মৃতের এই সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে। এবং তা বর্তমান সংখ্যার আটগুণে পৌঁছাতে পারে।’