প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হয়েছেন নুরএলাহি মিনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হয়েছেন নুরএলাহি মিনা
জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বেতারের উপপরিচালক মো. নুরএলাহি মিনা। 


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, তাকে বদলিপূর্বক স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো।


অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।