তুরস্কে যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


তুরস্কে যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
ছবি: এএফপি

এবার উদ্ধারকাজে অংশ নিতে বাংলাদেশের একটি উদ্ধারকারী দল আগামীকাল বুধবার তুরস্কে যাচ্ছে। ১০ সদস্যের ওই উদ্ধারকারী দলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। 


জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০ বিমানে করে প্রাথমিকভাবে একটি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কী ধরনের সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে তা নিয়ে কাজ চলছে। 


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুওলু ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদকে বার্তা পাঠান। 


ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্নার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।


তুরস্ককে পাঠানো বার্তায় বলা হয়েছে, এই বিশেষ সময়ে যে কোনো ধরনের সাহায্য করতে বাংলাদেশ প্রস্তুত।  


সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ মানবিক সহায়তায় দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তুরস্ক তাতে স্বাগত জানিয়েছে।