ধানমন্ডির সীমান্ত স্কয়ার মার্কেটে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৯ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর ধানমন্ডির পিলখানা সংলগ্ন সীমান্ত স্কয়ারের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, ন্যাশনাল ব্যাংকের পাশে একটি ভবন থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। সীমান্ত স্কয়ারের ৬ তলায় একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। বিস্তারিত পরে জানানো হবে।