গতবছর ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৩ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩
সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এনবিআর গত ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছর থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংসদে সরকার দলীয় এমপি এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী লিখিত বক্তব্যে জানান, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা।
তিনি বলেন, এর আগের অর্থবছরে আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৩৯ হাজার ৯৪৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।