রাখির স্বামী আদিল দুরানি গ্রেফতার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৩৪ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩
বলিউডের রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানি গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মুম্বাইয়ের নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন আদিল।
এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্বামী আদিলের বিরুদ্ধে ওশিওয়াড়া থানায় অভিযোগ করেন রাখি।
পরে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাখির স্বামী আদিল দুরানিকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, আদিলের বিরুদ্ধে চুরি, মারধর এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন এই মিরচি গার্ল।
ইতোমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আদিলের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন রাখি।
জেবি/এসবি