তুরস্কের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি শিক্ষার্থী জীবিত উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


তুরস্কের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি শিক্ষার্থী জীবিত উদ্ধার
রিংকু

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ বগুড়ার গোলাম সাঈদ রিংকু সন্ধান পাওয়া গেছে। একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ ৪১ ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি কূটনীতিক শাহানাজ গাজী। 


জানা গেছে, কৃষক পরিবারের সন্তান রিংকুর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার কাগইলের দেওনাই গ্রামে। তিনি রফিকুল ইসলামের ছেলে রিংকু।


রিংকু স্থানীয় কাগইল করুনাকান্ত উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।এরপর বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল  ও কলেজ (এপিবিএন) থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ২০১৫ সালে স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়তে যান। সেখানে কারামানমারাস বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে পড়াশোনা করছেন তিনি। একই সঙ্গে তিনি পার্ট টাইম চাকরিও করতেন।


রিংকুর মামা সাজেদুর রহমান জানান,, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাহরামানমারাসে থাকে রিংকু। সে যে ভবনটিতে থাকত সেটি ভূমিকম্পে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এরপর থেকে তার বন্ধুরা রিংকুর খোঁজ পাচ্ছিল না। বিষয়টি সোমবার সন্ধ্যায় রিংকুর বাড়িতে জানায় বন্ধুরা।


এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় তিনি নিখোঁজ হন। ভূমিকম্পের ঘটনার দীর্ঘ ৪১ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।


জেবি/এসবি