সিদ্ধার্থ-কিয়ারার বিয়র খবর শুনে যা বললেন ‘প্রাক্তন’ আলিয়া


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩


সিদ্ধার্থ-কিয়ারার বিয়র খবর শুনে যা বললেন ‘প্রাক্তন’ আলিয়া
কিয়ারা - সিদ্ধার্থ - আলিয়া

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেছেন বলিউডের সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সূর্যাস্তের আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।


পরে রাত সাড়ে ১০টার দিকে দুই তারকার সমাজিকমাধ্যমের ভাইরাল হয়েছে তাদের বিয়ের ছবি। বিয়ের মণ্ডপ থেকে যুগলের একগুচ্ছ ছবি প্রথম দেন কিয়ারাই।


নবদম্পতিকে শুভেচ্ছা ভরিয়ে দেন তাদের সতীর্থরা। এর মাঝেই সিড-কিয়ারার বিয়ের খবরে প্রতিক্রিয়া জানালেন সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভাট। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে আলিয়া লেখেন, 'দু’জনকেই অনেক শুভেচ্ছা', সঙ্গে জুড়েছেন হৃদয়ের ইমোজি।


এর আগে আলিয়া-সিদ্ধার্থের সম্পর্ক এবং তা ভেঙে যাওয়া নিয়ে কম গুঞ্জন হয়নি। একটা লম্বা সময় সম্পর্কে থাকার পরেও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় তাদের সম্পর্কের সমীকরণ। সম্পর্ক ভেঙে যায়। এরপর নিজের জীবনে এগিয়ে যান তারা।


এদিকে, শুধু আলিয়া নন, নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, সামান্থা রুথ প্রভুসহ অন্যান্য তারকা।


জেবি/এসবি