শ্রীনগরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে গ্রেফতার ২


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩১ এএম, ৯ই ফেব্রুয়ারি ২০২৩


শ্রীনগরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে গ্রেফতার ২
মেহেদী হাসান-মো. বায়োজিত

শ্রীনগরে ৬ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (২০) ও মো. বায়োজিত (১৭) নামে ২ মাদকারবারীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। 


বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া মৎস্য আড়তের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ার তালতলার মামুনুর রশিদের পুত্র ও বায়োজিত একই এলাকার তেতুইয়া গ্রামের জামির হোসেনের পুত্র। বিভিন্ন সময় তারা অভিনব কায়দায় তারা মাদকের চালান পাচার করে আসছিল। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলের তেলের টাংকির ভিতরে অভিনব কায়দায় গাঁজা নিয়ে দুজন মাওয়ার দিকে যাচ্ছিল। 


এ সময় মোটরসাইকেল গতিরোধ করে শ্রীনগর থানার এএসআই আহসান হাবিব তল্লাসী করে টাংকির ভিতর থেকে গাঁজা উদ্ধার করেন। শ্রীনগর থানার ওসি অপারেশন পুষ্পেন দেবনাথ এ ব্যাপারে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা অভিনব কায়দায় মাদক পাচার করে আসছিল। গ্রেফতারকৃদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।


আরএক্স/