আগুনে পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে বসবাস


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৪ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩


আগুনে পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে বসবাস
আকাশের নিচে বসবাস

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ পরিবারের বসতঘরসহ ৮ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে  গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।


জানাগেছে, সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পাচনখোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই গ্রামের রুহুল আমিন,কালাচান মাতবর,লালু বেপারী ও রশুমালা বেগম এর ৮ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়‌। ঘরে থাকা নগদ টাকা,স্বর্নালংকার, জামাকাপড় ও আসবাবপত্র কিছুই বের করতে পারেনি তারা। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা কেউ বলতে পারেন না।


আবুল বেপারী জানান, সোমবার বিকেল ৩ টার দিকে আগুন শুরু হয়ে রাত পর্যন্ত চলে এ অগ্নিকাণ্ড। আমাদের গ্রামের ৮ টি ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী এসে গোয়াল ঘর থেকে গরুগুলো বের করতে পারলেও বসত ঘরের কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। সেখানকার চারটি পরিবারের ৮ টি বসতঘর ও কয়েকটি রান্না ঘরও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার গুলো এখন একেবারেই অসহায় হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।


আরএক্স/