কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৯ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শাহ আলম নামের এক যুবকের মৃত্যু হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার এসআই মো. সেকেন্দার আলী বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমোহন এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় শাহ আলম। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তার সুরত হাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শাহ আলম মগবাজারে স্বাধীন রেস্টুরেন্টে কাজ করতেন। তার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার কাসই গ্রামে। তিনি ওই এলাকার আনোয়ার উল্লাহর ছেলে ছিলেন।