শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের বহির্বিভাগের কার্যক্রম শুরু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩


শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের বহির্বিভাগের কার্যক্রম শুরু
মেডিকেল কলেজের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের পরিচালক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রত্নগর্ভা মায়ের নামে গোপালগঞ্জে সদ্য নির্মিত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের  বহির্বিভাগে আগত রোগীদের সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের পরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. মো.সামিউল ইসলাম  । 


এসময় স্বাস্থ্য অধিদপ্তরের একটি কমিটি পরিচালকের সফরসঙ্গী ছিলেন। প্রধান অতিথি চলতি বছরের ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অভ্যন্তরীণ বিভাগের কার্যক্রমও  শুরু করার আশাবাদ ব্যক্ত করেন। 


গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভার শুরুতে গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানউজ্জামান সদ্য নির্মিত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের যাবতীয় সুযোগ-সুবিধা তুলে ধরেন। সেই সাথে এই প্রতিষ্ঠান থেকে গোপালগঞ্জসহ আশপাশের প্রায় ৬৫ লক্ষ লোক আধুনিক ও উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন বলে জানান।


পরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ফরিদ হোসেন মিঞা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা.নাহিদ ফেরদৌসী, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ডা.অসিত কুমার মল্লিক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. বি এম মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও স্বাচিপের 

সাধারণ সম্পাদক ডা.চৌধুরী শফিকুল আলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ূন কবীর প্রমুখ। 


পরে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বহির্বিভাগে আগত রোগীদের সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সকলে কলেজের বাহিরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এরপর স্বাস্থ্য বিভাগের পরিচালক (প্রশাসন)


স্বাস্থ্য বিভাগের পরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. মো.সামিউল ইসলামের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।


জেবি/এসবি