নিজের নামে ফাউন্ডেশন খুললেন হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩
ইউটিউবার হিরো আলম এবার নিজের নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েছেন। হবিগঞ্জের সেই শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানবতার সেবায় এ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করতে চান তিনি।
আলোচিত এই ইউটিউবার তার ফাউন্ডেশনের নাম ‘হিরো আলম ফাউন্ডেশন’ রাখবেন বলে জানিয়েছেন তিনি।
হিরো আলম জানান, যে দুটি আসন (বগুড়া-৪ এবং বগুড়া-৬ নির্বাচনী) থেকে উপ-নির্বাচন করেছি, সেখানকার অসহায় গরিব মানুষের জন্য গাড়িটি ব্যবহার করতে চাই।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মুখলিছুর রহমান তাকে গাড়িটি উপহার দিয়েছেন। গেল ৩১ জানুয়ারি সামাজিকমাসধ্যম ফেসবুক লাইভে এসে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেয়ার ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে হিরো আলমের কাছে গাড়ি হস্তান্তর করেন ওই শিক্ষক।
জেবি/এসবি