বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত খেয়েও ওজন বাড়েনি: ইভানা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১:০৫ পিএম, ১২ই সেপ্টেম্বর ২০২৫


বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত খেয়েও ওজন বাড়েনি: ইভানা
ছবি: সংগৃহীত

নাটকের জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন ইভানা। যখন যে চরিত্রই করেন সেটি দারুণ ভাবে ফুটিয়ে তোলেন তিনি।


এছাড়া ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রীর আরও কিছু নাটক দর্শকের মন কেঁড়েছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সক্রিয় এ অভিনেত্রী।


আরও পড়ুন: আইসিইউতে লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, সর্বশেষ অবস্থা জানালেন ছেলে জাফর


সম্প্রতি পারসা ইভানা খয়েরি কালারের শাড়ি পরে একগুচ্ছ ছবি শেয়ার ভক্তদের নজর কেড়েছিলেন। অবকাশ যাপনে মায়ের কাছে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন যেখানে মাস তিনেক ছিলেন। 


এক সাক্ষাৎকারে পারসা জানিয়েছেন যে, তার মা রান্নার কোর্স করার পরে বিভিন্ন ধরনের রান্না করে খাইয়েছেন। পারসার কথায়, ‘আম্মু রান্নার কয়েকটা কোর্স করেছে, সব রান্নার বাস্তবসম্মত প্রয়োগ আমার ওপর করেছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত খেয়েও ওজন বাড়েনি।’


আরও পড়ুন: শাড়ির সাজে নেটিজেনদের মন জয় করলেন পারসা ইভানা


এ অভিনেত্রেী জানান, তিনি রান্না করতে পারেন না পাশাপাশি নাচতে ভালোবাসেন। 


উল্লেখ্য, অভিনয়ের পারসা ইভানা একজন নৃত্যশিল্পীও। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তা অনেকেরই অজানা।


এমএল/