সাত হাজার কর্মী ছাটাই করছে ডিজনি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৩


সাত হাজার কর্মী ছাটাই করছে ডিজনি
বিনোদন জায়ান্ট ডিজনি

বিশ্বের শীর্ষ  বিনোদন জায়ান্ট ডিজনি। প্রতিষ্ঠানটি তাদের সাত হাজার কর্মীকে ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির প্রধান নির্বাহী বব ইগার এই তথ্য দিয়েছেন।


জানা গেছে, প্রতিষ্ঠানটির ৫৫০ কোটি ডলারর ব্যয় কমানোর নীতির অংশ হিসেবে ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিস থেকে এই লোকবল ছাটাই করা হবে।


গত  বছরের নভেম্বর থেকে ক্ষতির মুখে আছে ডিজনি প্লাস।


তাই চাকরিচ্যুত করার ঘোষণা দিয়ে ইগার জানান, তারা বিশ্বজুড়ে কাজ করা সব কর্মীকে শ্রদ্ধার চোখে দেখেন এবং কাজ হারাতে যাওয়া কর্মীদের ব্যক্তিগত ক্ষতির দিকটাও বোঝেন।


ঘোষণা দেওয়ার পর  কর্মী ছাটাইয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে ডিজনির কর্মী সংখ্যা ৩.৬ শতাংশ কমবে। সাবস্ক্রাইবার কমে যাওয়া ডিজনির আয় কমেছে, ১৫০ কোটি ডলার।


জেবি/এসবি