রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৮ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৩


রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আবহাওয়ার এ পূর্বাভাস জানিয়েছে। 


আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


তিনি আরও জানান, সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।