সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০০ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৩


সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের মরদেহ উদ্ধার
সোহরাওয়ার্দী উদ্যান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হৃদয় খান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।


শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের লালন শাহ চত্ত্বর থেকে মরদেহ উদ্ধার করি। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিচয় জানা গেছে।


হৃদয় খানের বাবার নাম টানু খান। তার বাড়ি কেরানীগঞ্জের জিঞ্জিরাতে। 


পুলিশ জানায়, হৃদয় খান মাদকাসক্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।