বগুড়া শেরপুরে ধর্ষণ মামলার আসামী বৃদ্ধকে গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪০ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ার ধুনটে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলার লম্পট সামাদ আলী (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি) রাতে শেরপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লম্পট সামাদ আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
জানা যায়, ২৬ শে জানুয়ারি দুপুর অনুমান ৩ টার দিকে বড়বিলা গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী পাশ্ববর্তী এলাকার একটি গাছের বাগানে চুলার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য খড়ি কুড়াতে যায়।
এসময় প্রতিবেশি মৃত আফসার আলীর ছেলে সামাদ আলী ওই শিশু মেয়েটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ৮ই ফেব্রুয়ারী বুধবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সামাদ আলীর বিরুদ্ধে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।
ওই মামলার আসামি হিসেবে সামাদ আলীকে গ্রেফতার করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, সামাদ আলীকে রাতে শেরপুর পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাকের ২ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ জিয়া সাংস্কৃতিক পরিষদ আঁকড়ে বেপরোয়া হয়ে উঠেছে যুবলীগের ৩ কর্মী

পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

পাবনায় সড়কের পাশে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
