Logo

বগুড়া শেরপুরে ধর্ষণ মামলার আসামী বৃদ্ধকে গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১৮:৪০
বগুড়া শেরপুরে ধর্ষণ মামলার আসামী বৃদ্ধকে গ্রেফতার
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলার লম্পট সামাদ আলী (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

বগুড়ার ধুনটে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলার লম্পট সামাদ আলী (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি) রাতে শেরপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লম্পট সামাদ আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে। 

বিজ্ঞাপন

জানা যায়, ২৬ শে জানুয়ারি দুপুর অনুমান ৩ টার দিকে বড়বিলা গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী পাশ্ববর্তী এলাকার একটি গাছের বাগানে চুলার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য খড়ি কুড়াতে যায়। 

বিজ্ঞাপন

এসময় প্রতিবেশি মৃত আফসার আলীর ছেলে সামাদ আলী ওই শিশু মেয়েটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ৮ই ফেব্রুয়ারী বুধবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সামাদ আলীর বিরুদ্ধে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।  

ওই মামলার আসামি হিসেবে সামাদ আলীকে গ্রেফতার করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, সামাদ আলীকে রাতে শেরপুর পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD