বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসানের শ্রদ্ধা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৯ পূর্বাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩


বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসানের শ্রদ্ধা
টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে গতকাল বিকালে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের সদ্য যোগদান কৃত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ. কামরুল হাসান।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান। 


রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফর সঙ্গী হিসেবে তার সহধর্মিনী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন ।


এ সময় গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো.হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু ইব্রাহিম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুন, জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী'র অন্যান্য বিচারকগণ, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি '৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর সিনিয়র জেলা ও দায়রা জজ বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন।


আরএক্স/