রাজনীতিতে বুবলী!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩
ঢাকায় ছবির জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি এবার রাজনীতিতে যুক্ত হচ্ছেন। তবে বস্তবে নয়। 'লোকাল' নামে একটি চলচ্চিত্রে তাকে নেত্রীর ভূমিকায় দেখা যাবে।
নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় এ সিনেমার শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন বুবলী। এতে তার সাঙ্গে জটি বেঁধেছে আদর আজাদ।
'লোকাল' সিনেমা প্রসঙ্গে বুবলী জানান, 'এর গল্প দারুণ। রাজনৈতিক কিছু প্রেক্ষাপট উঠে আসে, তবে সেটা একেবারেই কাল্পনিক। আমি নেত্রীর ভূমিকায় অভিনয় করছি। আশা করি দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন।'
নির্মাতা সাইফ চন্দন জানিয়েছেন, এ সিনেমার শুটিংয়ের কাজ প্রায় শেষ। তবে এটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে সেটি নির্মাতা কিংবা নায়িকা কেউই নিশ্চিত করেননি।
জেবি/এসবি