সঠিকভাবে মশা নিধন পদ্ধতিতে যেতে সময় লাগবে: আতিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩
স্মার্ট দেশ গড়তে সিটি কর্পোরেশনকেও স্মার্ট করে গড়ে তুলতে হবে। নীতিনির্ধারণী পর্যায় থেকেই সে কাজ শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
আতিকুল বলেন, সঠিক পদ্ধতিতে মশা নিধন পদ্ধতিতে যেতে সময় লাগবে। এখন যদি মশা নিধন পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়, মশা উৎপাত বাড়বে। তাই আপাতত একই নিয়মে মশা নিধন করা হবে।
তিনি বলেন, ল্যাব প্রতিষ্ঠার জন্য আমাদের জনবল প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের ল্যাব প্রতিষ্ঠায় কাজ চলছে।
মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ড ভিত্তিক মশা নিধনে কাজ করতে হবে। এর জন্য জনবল প্রয়োজন। এরপর এলাকা ভিত্তিক মশার ধরন শনাক্ত করে আলাদা আলাদা ওষুধ প্রয়োগ করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও বক্তব্য দেন।