মতিঝিলে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪০ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩


মতিঝিলে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
মতিঝিলে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর মতিঝিলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস। 


গ্রেফতারকৃতরা হলেন—মো. মনির ও মো. হারুন অর রশিদ। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


তিনি জানান, আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।


এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।