সুস্থদেহ ও সুন্দর মানষিকতা তৈরীতে ক্রীড়ার কোন বিকল্প নেই: মৎস্যমন্ত্রী
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৯ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩
মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, সুস্থদেহ ও সুন্দর মানষিকতা তৈরীতে ক্রীড়ার কোন বিকল্প নেই। সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে বেশী বেশী সচল করার জন্য প্রধানমন্ত্রী ডিসিদের প্রতি নির্দেশ দিয়েছেন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন কালে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচিতি ঘটানোর লক্ষ্যে ক্রীড়াকে প্রধান্য দিয়েছেন। তিনি আরও বলেন,মানুষের মনন বিকাশে ক্রীড়াকে প্রধান্য দেওয়ার জন্য সকলকে আহবান জানান।
বিদ্যালয়ে ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহিদ উল আহসান, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ. হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, ওসি আবির মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নার্গিস জাহান, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার কাজী শাখাওয়াত হোসেন প্রমুখ।
পরে মন্ত্রী উপজেলার মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
জেবি/এসবি