বাসন্তি রঙে উত্তাপ ছড়ালেন জয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:৫৭ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩
পঞ্জিকায় দিনক্ষণ অনুসারে আনুষ্ঠানিক বসন্ত না আসলেও বাসন্তি রঙে নিজেকে রাঙিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বাসন্তি রঙে শাড়িতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জয়া আহসান। অভিনেত্রীর এই সাজ দেখে অজান্তেই মনে পরে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা- ‘বাসন্তী রং শাড়ি পোরো/ খয়ের রঙের টিপ। সাঁঝের বেলায় সাজবে যখন/ জ্বালবে যখন দীপ। ’
বসন্তের ছোঁয়ায় নিজেকে মেলে ধরা জয়া আহসানের ছবিগুলোও যেন অন্তর্জালে ভক্তদের মনে দীপ জ্বালিয়ে দিয়েছে। যার দরুণ অভিনেত্রীর রূপের আলোক রশ্মিতে আলোকিত ভক্ত হৃদয়।
অনেকের আবার ধারণা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন, জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে। এজন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার ভক্ত অনুরাগীরা।