তুরস্কে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৫ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩
সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জীবনের ঝুঁকি নিয়ে তুরস্কে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা। সোমবারও (১৩ ফেব্রুয়ারি) ৩ জনের মরদেহ উদ্ধার করেছে তারা।
তুরস্কে উদ্ধারকারী দলের মিডিয়া কো-অর্ডিডিনেটর ফায়ার সার্ভিস-এর উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর দেয়া তথ্যে জানা জানায়, উদ্ধার মরদেহগুলোর মধ্যে দুইজন মহিলা এবং একজন শিশু রয়েছে। এ নিয়ে গত চার দিনে ১২টি মরদেহ এবং একজন জীবিত উদ্ধার করেছে বিজিবি।
জানা গেছে, রাতের বেলাও তারা অপারেশন কার্যক্রম চালু রেখেছে। প্রবেশপথ তৈরি করে তারা ঢুকে পড়ছে ভবনের ভেতরে। অনুসন্ধান করছে আটকেপড়া ব্যক্তিদের। উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে জীবিত অথবা মৃত ব্যক্তিদের।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা এখনও বাড়ছে। গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু সংখ্যা এর দ্বিগুণ হতে পারে বলে সর্তক করেছে জাতিসংঘ।
জেবি/এসবি