রাজধানীতে ভ্যান থেকে পড়ে প্রাণ গেল চালকের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩১ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩


রাজধানীতে ভ্যান থেকে পড়ে প্রাণ গেল চালকের
ফাইল ছবি

রাজধানীর পলাশী মোড়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আইয়ুব আলী (৬৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পাই ভ্যান চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তিনি নিচে পড়ে যান। পরে আমরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।