ঢাকা জেলা প্রশাসন থেকে চলছে দালাল নিধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রাম ভূমি অফিস থেকে আরজ আলী নামের এক দালালকে হাতেনাতে গ্রেফতার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে এ সাজা দেয় ভ্রাম্যমান আদালত।
নামজারি করে দেওয়ার নামে প্রতারণা, সেবা গ্রহীতাদের ভূমি উন্নয়ন কর দাখিল করে দেওয়ার নামে অতিরিক্ত টাকা গ্রহণ ও কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের নামে প্রতারণা ও মানুষের কাছ থেকে অর্থ আদায়ের দালালির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আরজ আলী বিরুদ্ধে।
এসব অভিযোগের প্রেক্ষিতে আজ আকস্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে এ সাজা প্রদান করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান টাউট ও দালাল নির্মূলের ঘোষণার পর দিনই দালাল চক্রের তিনজনকে আটক করা হয় পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছিলেন, ‘দালালদের কারণে একদিকে যেমন সেবাগ্রহীতারা হয়রানির শিকার হচ্ছে, একইসাথে সরকারি সেবা প্রদানে বাধা সৃষ্টি হচ্ছে। ভূমি অফিসে নাগরিক সেবা দ্রুততম সময়ে প্রদানের জন্য এরকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে, সকল অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স প্রদর্শন করবো। ভূমি অফিসে কোন অনিয়ম হলে আমাকে জানানোর জন্য সকল সেবা প্রত্যাশীদের অনুরোধ করছি।
এদিকে জেলা প্রশাসক মুবিনুর রহমানের নির্দেশনার পর থেকে জেলা প্রশাসনের আওতাধীন সরকারি দফতরগুলোতে দালাল নির্মূলে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত।