শুটিংয়ে আহত শাকিব খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩


শুটিংয়ে আহত শাকিব খান
শাকিব খান

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। 


সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার শুটিং চলছিল। এসময় মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের একপর্যায়ে  আহত তিনি।


আহতাবস্থায় সঙ্গে সঙ্গে শাকিবকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।


শাকিব খানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ‘আগুন’ সিনেমার নায়িকা জাহারা মিতু।


তিনি জানান, ‘আমি গতকাল শুটিংয়ে ছিলাম না। ইউনিটের মানুষের কাছ থেকে শুনেছি শাকিব খান শুটিংয়ে আঘাত পেয়েছেন।’   


এদিকে, শাকিবের ঘনিষ্ঠজন গণমাধ্যমে জানান, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।


জানা গেছে, সোমবার এ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। বাকি আছে শুধু দুটি গানের শুটিং। এদিকে আগামী ঈদে ‘আগুন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও শাকিব-জাহারা মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজসহ অনেকে।


জেবি/এসবি