অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা মারা গেছেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩
ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পুলিশ স্টাফ কলেজে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা হোসেন।
রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ইন্তেকাল করেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্বামী এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২০১৫ সাল থেকে ক্যানসারে ভুগছিলেন মাহরুফা হোসেন। ২০২১ সাল থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি ব্রেইন টিউমার আরও প্রসারিত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই নারী পুলিশ কর্মকর্তা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী মাহরুফা অত্যন্ত জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।