পরিত্যক্ত ক্লাব থেকে মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৪ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


পরিত্যক্ত ক্লাব থেকে মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির শ্রমিক ইউনিয়নের পরিত্যক্ত একটি ক্লাব থেকে ৪২ বছর বয়সি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম দীন ইসলাম। 


সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।


শাহজাহানপুর থানার এসআই মো. আল আমিন জানান, পরিত্যক্ত ঐ ক্লাবের ভেতর দীর্ঘদিন ধরে থাকতেন দীন ইসলাম। তিনি ভবঘুরে প্রকৃতির। সোমবার রাতে খবর পেয়ে ক্লাবটির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি স্ট্রোকের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।