বালিয়াকান্দিতে মেডিসিনাল প্ল্যান্টস বিষয়ক কর্মশালা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:২৪ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


বালিয়াকান্দিতে মেডিসিনাল প্ল্যান্টস বিষয়ক কর্মশালা
বালিয়াকান্দিতে মেডিসিনাল প্ল্যান্টস বিষয়ক কর্মশালা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর শান্তি মিশনের ডাস-বাংলাদেশ ট্রেনিং এন্ড রিসোর্স ডেভলপমেন্ট সেন্টারে দুই দিনব্যাপী সাসটেইনেবল হার্ভেস্টিং এন্ড প্রাইমারি প্রসেসিং ফর এক্সপোর্ট অফ মেডিসিনাল প্ল্যান্টস- বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৩ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বালিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।


বাণিজ্য মন্ত্রণালয়ের মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম. এ. হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ও শান্তি মিশন খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ) জামে মসজিদের সভাপতি মো. আবু তাহের মোল্লা প্রমুখ। 

দুই দিনব্যাপী এ কর্মশালায় চন্দনা নার্সারীর মো. টিপু সুলতান, শান্তি নার্সারীর মো. আজাদ ও পারমাথেরাপী হিলিং সেন্টার লিমিটেডের নাসিমা বেগম অংশ গ্রহণকারী ৮০ জনকে প্রশিক্ষণ প্রদান করেন।