ভালোবাসা দিবসে কঙ্গনার প্রেমের বার্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩
বলি পাড়ার তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রেম থেকে নিজেকে দূরেই রাখেন বলা চলে। তবে হঠাৎ ভালোবাসা দিবসের আগের দিন প্রেমের বন্দনা করলেন এই নায়িকা।
অভিনেত্রীর ওই পোস্টের পর থেকে কঙ্গনা ফের প্রেমে পড়েছেন কি না, সেই প্রশ্ন উঁকি দিচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মনে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ‘বিশ্ব ভালোবাসা দিবস’-এ সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে সদগুরুর একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। ক্যাপশনে লিখেছেন, প্রেমে পড়ুন, না পড়লে ওঠার আনন্দ কখনও পাবেন না!
ওই ভিডিওতে আধ্যাত্মিক আঙ্গিকে প্রেমের বিষয়ে সদগুরু জানান, কাউকে নিঃস্বার্থভাবে চাওয়ার অন্য নামই হচ্ছে প্রেম। নিজের সত্তা হারিয়ে অন্য এক মানুষের মাধ্যমে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার নামই প্রেম।
তবে কঙ্গনার এমন পোস্টের পরই রীতিমতো অবাক হচ্ছেন নেটিজেনরা। যে কিনা বিতর্কিত মন্তব্যের জন্য সবসময় খবরের শিরোনামে থাকেন। তার গলায় হঠাৎ এমন নরম সুর, সেটা অনেকেই আশা করেননি। কারণ, বলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রীর হিসেবেও আখ্যা পেয়েছেন তিনি।
জেবি/এসবি