প্রথমবার পরিচালনায় গীতিকার রবি


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


প্রথমবার পরিচালনায় গীতিকার রবি
রবিউল ইসলাম রবি

প্রথমবারের মতো মিউজিক ভিডিও পরিচালনা করলেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম রবি। গানটির শিরোনাম ‘মায়া লাগে’। এটি আপনের কথা ও সুরে গেয়েছেন কণ্ঠশিল্পী সুমন বাপ্পী। সংগীতায়োজন করেছেন আতিকুর রহমান আতিক।

তরুণ প্রজন্মের মডেল সোহানা খান নদী ও এএইচ বালাকাকে নিয়ে চমৎকার একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। শুটিং হয়েছে গাজীপুরের পূবাইলে। 

গানটি ভালোবাসা দিবস উপলক্ষে  আরএস এন্টারটেইনমেন্ট -এর ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে বলে জানান রবি।

তিনি বলেন, সুন্দর একটি গল্প নিয়ে প্রথমবারের মতো ভিডিও বানিয়েছি। সবার কাছে ভালো লাগার মতো একটি কাজ। আশা করি ভালো লাগবে।