বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য
অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৫ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব প্রয়াত অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া-মাহফিলে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ- উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. জামাল উদ্দীন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা, ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কর্মচারীরা অংশ নেন।
এছাড়া প্রয়াত অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া, কুষ্টিয়ার দৌলতপুর, চাঁদপুর, শরীয়তপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এছাড়াও জাকারিয়া স্বপন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনের নিজ বাড়ি ময়মনসিংহের ত্রিশালে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, দোয়া মাহফিল ও পবিত্র কোরান খতম করা হবে।