নিজেকে জঙ্গি দাবি করে ৯৯৯-এ ফোন করল তরুণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৮ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


নিজেকে জঙ্গি দাবি করে ৯৯৯-এ ফোন করল তরুণ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে নিজেকে জঙ্গি দাবি করে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন এক তরুণ।


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় ফোন পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।


কল সেন্টারের পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল জয় তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।


সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকায় যায়। পরে উত্তরখান থানার ওসি ৯৯৯ কে জানান, তারা ২৬ বছর বয়সী তরুণ কলারকে উদ্ধার করেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান কল সেন্টারের পরিদর্শক আনোয়ার সাত্তার।  


তিনি আরও বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। এমন সব তথ্য জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ নম্বরে ফোন করেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে।