ভালোবাসা দিবসে সিঙ্গেল কমিটির মানববন্ধন
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৬:২০ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩
বগুড়ায় বিশ্ব ভালোবাসা দিবসে সিঙ্গেল কমিটির উদ্যোগে ভালোবাসার সুষ্ঠু বন্টনের দাবিতে প্রেমবিরোধী মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে সমাবেশ করেন সিঙ্গেল কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কলেজ ক্যাম্পাস চত্বরে জোড়া পেয়ারা গাছ রোপণ করা হয় এবং ভালোবাসার মানুষের সঙ্গে যাতে সত্যিকারের প্রতিশ্রুতিবদ্ধ ও পবিত্রতা রক্ষায় মিষ্টি বিতরণ করেন তারা।
বগুড়া সিঙ্গেল কমিটির সভাপতি সাব্বির আহমেদ শাকিলের সভাপতিত্বে মিছিল শেষে কমিটির নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আজ ভালোবাসা দিবস পালন হচ্ছে, কিন্তু বেশিরভাগই প্রেমের নামে নষ্টামি চলছে। একজন ছেলে-মেয়ে একের অধিক সম্পর্কে রয়েছে। ভালোবাসার মত পবিত্র বিষয়কে তারা ছেলেখেলা বানিয়েছে। কিন্তু এখন প্রেমের নামে ভালোবাসাকে অপবিত্র করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। লেখাপড়ার সময় প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয় কারও।
কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈমের সঞ্চালনায় অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- সিঙ্গেল কমিটি বগুড়ার প্রধান উপদেষ্টা অরূপ রতন শীল, মেহেরুন্নেসা ইতিসহ প্রায় ত্রিশজন।