আলী নূর পরিবহনের বাস চাপায় প্রাণ গেল যুবকের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৮ এএম, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩


আলী নূর পরিবহনের বাস চাপায় প্রাণ গেল যুবকের
আলী নূর পরিবহনের বাস

রাজধানীর আব্দুল্লাহপুরে আলী নূর পরিবহনের বাসের চাপায় মিঠু (২২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত মিঠু জামালপুর জেলার মোসারফ হোসেনের ছেলে। 


পরে গুরুতর আহত অবস্থায় উত্তরার বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উত্তরা পশ্চিম থানার এসআই রফিকুল ইসলাম বলেন, আলী নূর পরিবহনের বাসটি উত্তরা পশ্চিম থানার ডাম্পিংএ রয়েছে ড্রাইভার হেলপার পাওয়া যায়নি। অন্য বাসের কোন তথ্য পাওয়া যায়নি আমরা (বিআরটিএ) বাসটির ফিটনেসের তথ্য চেয়েছি। 


মিঠুর বাবা মোসারফ হোসেন জানায়, আলী নূর পরিবহনের দুই বাসের চাপে মারা যায় তার ছেলে মিঠু। মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলের এভাবেই মৃত্যু লেখা ছিলো, কপালে যা লেখা ছিলো তাই হয়েছে আমর ছেলের মৃত্যুর বিচার চাই আল্লাহর কাছে ।


জানা যায়, আলী নূর পরিবহনের বাসের মহাখালী থেকে টাঙ্গাইল, জামালপুর পর্যন্ত আন্তঃজেলা বাস চলাচলের কথা থাকলেও সম্পুর্ন অবৈধভাবে চলাচল করে এয়ারপোর্ট টু নবীনগরে। মানছেন না বিআরটিএ থেকে বেধে দেয়া কোন আইন। উত্তরা-আব্দুল্লাহপুর আসপাশের মানুষের সাথে কথা বলে জানা যায় আলী নূর পরিবহনের সকল গাড়ি অবৈধভাবে এয়ারপোর্ট টু নবীনগর পর্যন্ত সিটি সার্ভিস চলাচল করে যা সম্পুর্ন অন্যায়।