তুরস্কে আরও ৪ মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধানে আরও চার জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় পঞ্চম দিনে চার জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকর্মীরা এ নিয়ে সর্বমোট ২০ জনকে উদ্ধার করে।
এর আগে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ৮ ঘণ্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছেন বাবা-মা ও তাদের দুই সন্তান। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তুরস্কে থেকে উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান এসব তথ্য ফায়ার সার্ভিসকে জানিয়েছেন।