লাখ টাকা অনুদান পেল হিরো আলম ফাউন্ডেশন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩
নিজ নামে ফাউন্ডেশনের জন্য অর্থ বরাদ্দ পেয়েছেন আলোচিত হিরো আলম। জানা গেছে, খান ডটকম ওভারসিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান তাকে এই অনুদান দিয়েছে।
কিছুদিন আগে মানবতার সেবায় নিজ নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সেই ফাউন্ডেশনে এক লাখ টাকা সহযোগিতা করেছে খান ডটকম ওভারসিজ লি: এর এম.ডি কাশেম খান।
অনুদান পাওয়ার পরে হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমি কৃতজ্ঞ সবাই আমার পাশে দাঁড়াচ্ছে। এভাবে সবাই এগিয়ে আসলে আমি সহজেই মানুষের পাশে দাঁড়াতে পারবো।
তিনি বলেন, আমি আমার সংগঠনের কমিটি দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় গঠন করব এবং ৬৪ জেলায় আমার কমিটি থাকবে, থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।
এ সময় হবিগঞ্জের গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানানোর কাজে বগুড়ায় যাওয়ার কথাও জানান তিনি।