অনলাইনে ট্রেনের টিকিট কিনতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৩
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ে আন্তনগর ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্মনিবন্ধন সনদ যাচাই পূর্বক রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক করছে সরকার। আগামী ১ মার্চ থেকে এ কার্যক্রম চালু হচ্ছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রেল মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীর নিকট জরিমানা আদায়সহ বাংলাদেশ রেলওয়ে টিকিট ব্যবস্থা সেবা অন্তর্ভুক্ত করছে সরকার।’
মন্ত্রী জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম ও এনআইডি দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ের অ্যাকাউন্ট অথবা জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম নিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে এককভাবে টিকিট ক্রয় করতে পারবে।
আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি থেকে নিবন্ধন প্রক্রিয়া চলবে। আগামী ১ তারিখ অনলাইনে টিকিট নিতে হলে নিবন্ধন বাধ্যতামূলক থাকতে হবে।