তিন দিনের তাপমাত্রা নিয়ে যা জানান আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৩
আগামী তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। একদিন আগে যা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ফাল্গুনের প্রথমদিন রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল। তবে তাপমাত্রা বেড়ে শৈত্যপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাস ছিল আবহাওয়া বিভাগের।
ঢাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।