বিয়ে করে পায়ে বেড়ি পরতে চাই না: জয় আহসান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৩


বিয়ে করে পায়ে বেড়ি পরতে চাই না: জয় আহসান
জয়া আহসান

কিছুদিন থেকে রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বর-কনেকে চমকে দিচ্ছেন তিনি। এতে অবশ্য বর-কনে অনেক উচ্ছ্বসিত। 


মূলত এটি একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। আর সেই ক্যাম্পেইনের প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির হচ্ছেন জয়া।


অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হতে দেখা গেলেওতার বিয়ে নিয়েও প্রশ্ন উঠেছে ভক্ত-অনুরাগীদের মনে। কবে বিয়ে করছেন তাদের পছন্দের এই তারকা?


সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে সোজাসাপটা উত্তর দিয়েছেন তিনি। জয়া বলেন, আমি এখন খুবই ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পরাতে চাইছেন আপনারা।


তিনি জানান, আমার তো কোনো ইচ্ছা নেই বিয়ে করার। আসলে কোনো কিছুই নির্দিষ্ট করে কখনও বলা যায় না, কখন কী হয়! কিন্তু আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার।