গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১১ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩


গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
অবহিতকরণ সভা

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা.এস এম সাকিবুর রহমান। 


অবহিতকরণ সভায় মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, ডা. সাদ মাহমুদ জয়, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট দিপক রঞ্জন সরকারসহ গোপালগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এবার জেলার মোট পাঁচটি উপজেলায় ৭টি স্থায়ী, অস্থায়ী ১৭ শত ৯ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ১১৮ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৬৯ হাজার ৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।


জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই ক্যাম্পেইন সম্পর্কে জানান সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের পক্ষে ডা. এস এম সাকিবুর রহমান।