সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলু আর নেই


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৩


সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলু আর নেই
পণ্ডিত বিজয় কুমার কিচলু

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলু আর নেই। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।


ভারতের একটি সংবাদমাধ্যম জানায়,  দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও কিডনির সমস্যায় ভুগছিলেন পণ্ডিত বিজয় কুমার কিচলু।


তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক শোকবার্তায় তিনি বলেন,বিশিষ্ট সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলুর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।'


তিনি আরও বলেন, 'আগ্রা ঘরানার শিল্পী বিজয় কিচলু ছিলেন আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির কর্ণধার। অগণিত নবীন শিল্পী তাঁর প্রশিক্ষণে আজ লব্ধপ্রতিষ্ঠ। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বিজয় কিচলুর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'


পণ্ডিত বিজয় কুমার কিচলু ১৯৩০ সালের ১৬ সেপ্টেম্বর আলমোড়ায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসে স্নাতকোত্তরে পড়াকালীন শাস্ত্রীয় সংগীতের আয়োজক, আগরা ঘরানার গায়ক হিসেবে নামডাক কুড়ান।


জেবি/এসবি