শার্শায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৭ এএম, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩


শার্শায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক
আটককৃত দুই মাদক কারবারি

যশোরের শার্শায় ৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কন্যাদহ ধাঁবাড়ি তালতলার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, শার্শা উপজেলার রামপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ বাদশার ছেলে আব্দুল আলিম লতা (২৮) ও মাটিপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে রেজাউল করিম (২৭)। 


এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম আকিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ তাদের শরীর তল্লাশী করে তিন বোতল বিদেশি মদ পাওয়া যায়। আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


জেবি/এসবি